জেলা

এনআইএ তদন্তের দাবি

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

গত মঙ্গলবার পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে শব্দবাজি বিস্ফোরণে মৃত্যু হয় এক কিশোর ও এক মহিলার। চার দিনের মাথায় ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। দুপুর তিনটে নাগাদ তিন প্রতিনিধির টিম এসে নমুনা সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে সবরকম নমুনা সংগ্রহ করেছে। বাজি তৈরি করার বারুদ, বিস্ফোরণ স্থলের মাটি, শব্দবাজি তৈরি করার সরঞ্জাম সংগ্রহ করেন তদন্তকারীরা।

ওই বিস্ফোরণের মৃত নবম শ্রেণীর কিশোর শম্ভু (প্রদীপ) সামন্তর পরিবার দাবি করেন পুলিশ সঠিক তদন্ত করছে না। আজ চার দিন কেটে গেল এখনও যার বাড়িতে শব্দবাজি তৈরি হয় শ্রীকান্ত ভক্তি ও তার দুই ছেলেকে পুলিশ খুঁজে পাচ্ছে না। আমরা সঠিক তদন্তের জন্য এনআইএ তদন্ত চাই।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।