আন্দোলনে মাদ্রাসার বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীরা

এনএফবি,কলকাতাঃ

মাদ্রাসায় বর্তমানে প্রায় ১০০০০ এর উপর শূন্যপদ রয়েছে। দীর্ঘদিন কোন নিয়োগ নেই। পর্যাপ্ত শিক্ষক নেই কোনো মাদ্রাসাতেই। অথচ কমিশন উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ না করে বঞ্চিত করে রেখেছে। তাই আজ ময়ূখ ভবনের সামনে আন্দোলনে নামলেন মাদ্রাসায় শিক্ষকপদে বঞ্চিত চাকরি প্রার্থীরা। মাদ্রাসা সার্ভিস কমিশনে ২০১৩ সালে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞাপন দেয়া হয়েছিল, ২০১৪ তে যে পরীক্ষা হয়। এবং ২০১৮ সালে নিয়োগ শুরু হয়। পূর্বঘোষিত ৩১৮৩ টি আসনে মাত্র ১৯০০ জনকে নিয়োগ করা হলেও বাকিদের বঞ্চিত করা হয়, বলে অভিযোগ।

নিজস্ব চিত্র

আন্দোলনকারীদের প্রশ্ন,এসএসসি-তে ভ্যাকান্সি আপডেট করে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নিয়োগ হতে চলেছে, তবে মাদ্রাসায় কেন সেটা হবে না?

তাদের অভিযোগ, মাদ্রাসায় দুর্নীতি হয়েছে। অনেক ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে। তারা ধরা পড়লেও, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এখনও মাদ্রাসাগুলি কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে বলে জানান তারা।
সুপ্রিমকোর্ট এবং হাইকোর্টের অর্ডারকে কমিশন মানে নি। কনসিডার অর্ডার কে উপেক্ষা করা হয়েছে। তাই আজকে পুনরায় মাদ্রাসার বঞ্চিত চাকরিপ্রার্থীরা ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে।

YouTube player