সাক্ষাৎকার

জয় না আসার কারণ অনুসন্ধানে দিয়াজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সাতটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও তিন পয়েন্টের বেশি অর্জন করা সম্ভব হল না এসসি ইস্টবেঙ্গলের। শুক্রবারও নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে ০-২ হেরে লিগ টেবলের সর্বশেষ স্থানেই রয়ে গেল তারা। ৯ গোল দিয়ে ১৭ গোল খেয়েছে তারা। শুক্রবার অরিন্দম ভট্টাচার্য গোলে ফিরলেও জোড়া গোল খান তিনি। রক্ষণের দুরাবস্থা স্পষ্ট ভাবে ফুটে উঠছে প্রায় প্রতি ম্যাচে। এই নিয়ে কী বলছেন এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজ? শুক্রবার রাতে চার নম্বর হারের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কী বললেন তিনি? দেখে নেওয়া যাক।

এখনও আপনারা জয়ের মুখ দেখতে পেলেন না। এর পরেও দলের ছেলেদের কী ভাবে মানসিক ভাবে চাঙ্গা রাখবেন?

উত্তরঃ পরিস্থিতি খুবই কঠিন। তবে নর্থইস্টের প্রথম গোলের পরে আমরা ভাল খেলেছি। আমরা গোলের একাধিক ভাল সুযোগও পেয়েছিলাম।

ডিফেন্ডারদের বসিয়ে আমির দার্ভিসেভিচ ও ওয়াহেংবাম লুয়াংকে নামালেন। অথচ আদিল খান বেঞ্চে বসে ছিলেন। কেন ওঁকে নামালেন না?

উত্তরঃ আমির ও লুয়াং মাঝমাঠে ওরা নিজেদের জায়গাতেই খেলেছে। রাজু গায়কোয়াড় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। ওর ওটাই আসল জায়গা। সে জন্যই এই পরিবর্তনগুলো করি।

অমরজিৎ কিয়াম ও আদিল খান দু’জনেই জাতীয় দলের খেলোয়াড়। ওদের কেন প্রথম এগারোয় দেখা যাচ্ছে না? ফিটনেসের সমস্যা রয়েছে?

উত্তরঃ এগারো জনের বেশি তো আর মাঠে নামতে পারে না। প্রথম এগারো আমি আমার পছন্দ অনুযায়ীই বাছি।

আপনার কি মনে হয়, আপনার দলের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করছে না?

উত্তরঃ ছেলেরা তাদের সেরাটাই দিচ্ছে। কিন্তু ওদের পারফরম্যান্স এ রকমই।

দলের পারফরম্যান্স নিয়ে আপনার কী মত?

উত্তরঃ তিন পয়েন্ট জেতাটা আমাদের কাছে খুবই কঠিন কাজ। আমাদের আরও উন্নতি দরকার। দলের ফুটবলাররা তাদের সেরাটাই দিচ্ছে। কিন্তু সেটা যথেষ্ট নয়। আমাদের দলের মান এ রকমই।