এনএফবি, মুর্শিদাবাদঃ
দীপাবলির সময় শব্দবাজি নিষিদ্ধ করেছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে দীপাবলির সময় বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করেছিল পুলিশও। আজ সামসেরগঞ্জ থানার পুলিশ দীপাবলির সময় উদ্ধার করা সেই শব্দবাজি গুলি নিষ্ক্রিয় করে। সামসেরগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা শব্দবাজি গুলিকে আজ ডাকবাংলোর জামিয়ার পাশের বাগানে বোম্ব স্কোর্য়াড ও দমকলের উপস্থিতিতে নিষ্ক্রিয় করে সামসেরগঞ্জ থানার পুলিশ।