এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ
দিল্লির বায়ু দূষণ নিয়ে নজির বিহীন অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার শুনানিতে কেন্দ্র এবং রাজ্যকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিকল্পনা জানানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এনভি রামান্না, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
বেঞ্চ বলেছে, “আপনারা যদি কোর্ট অর্ডার চান, আমরা তাই দেব। প্রয়োজনে প্রশাসক নিয়োগ করব, দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র-রাজ্যকে যিনি পথ দেখাবে। কিন্তু একদিনের মধ্যে ইতিবাচক কিছু পরিকল্পনা নিয়ে আসুন। আমরা পদক্ষেপ আশা করছি। নয়তো আমাদের বাধ্য করবেন না।“
তাদের পর্যবেক্ষণ দিল্লির আম আদমি সরকার দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ ঘোষণা করেছে। কিন্তু সেগুলো খাতায়-কলমে রয়ে গিয়েছে। কার্যকর করা হয়নি। পাশাপাশি শীর্ষ আদালতের পরামর্শ, “প্রয়োজনে টাস্ক ফোর্স গঠন করে দূষণ নিয়ন্ত্রণে গৃহীত নির্দেশগুলো কার্যকর করা যেতে পারে।“
Delhi Pollution : 'We Give You 24 Hours', Supreme Court To Create 'Task Force' If Centre Doesn't Take Serious Measures https://t.co/4HrIgcg3VA
— Live Law (@LiveLawIndia) December 2, 2021