অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
সুখবর বাংলা ক্রিকেটের জন্য, এবারে কলকাতাতেও আইপিএলের ম্যাচ। সরকারীভাবে ঘোষণা হওয়াটাই শুধু বাকি রয়েছে। আইপিএলের একটি কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স। কয়েকদিনের মধ্যেই সূচি ঘোষণা করে সেই সিদ্ধান্তের কথা জানানো হবে। আর এই খবরে যে কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য কতটা স্বস্তি বয়ে এনেছে তা বলার অপেক্ষা রাখে না। এবারের আইপিএল সম্পূর্ণ নতুন নিয়মে হচ্ছে। করোনার জন্য এবার একটি রাজ্যেই লিগ পর্বের সবকটি ম্যাচ আয়োজনের কথা ঘোষণা করা হয়েছিল।
কিন্তু লিগ পর্বের পর প্লেঅফ ও ফাইনাল কোথায় হবে, তা বোর্ডের তরফে ঘোষণা করা হয়নি। সেই থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছিল। যে লখনউ এবং আহমেদাবাদেই হতে পারে বাকি ম্যাচগুলো। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। বড়সড় অঘটন না ঘটলে কলকাতার ইডেন গার্ডেন্সে হচ্ছে এবারের দুটি প্লেঅফ ম্যাচ। একটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইডেনে। বোর্ডের সঙ্গে অনেক আলোচনার পরই সেই কাজে সফল হয়েছিলেন সিএবি কর্তারা। এবার সিএবির আরও একটা সাফল্য। প্রথমে সম্ভাবনা না থাকলেও শেষপর্যন্ত ইডেন গার্ডেন্সেই হচ্ছে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ম্যাচ। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে তা জানানো হয়নি। কিন্তু আইপিএলের ম্যাচ কলকাতাতে হতে চলেছে। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সে স্টেডিয়াম সংস্করণের কাজও শুরু হয়েছে। সামনের বছরই রয়েছে বিশ্বকাপ। সমস্ত কিছু হিসাব করে এখন থেকেই সাজ আরম্ভ করে দিয়েছে সিএবি। আইপিএলের ম্যাচ আয়োজনের প্রস্তুতিও চলছে। মুম্বই ও পুণেতেই হচ্ছে আইপিএলের লিগ পর্বের সবকটি ম্যাচ। কিন্তু প্লেঅফ কোথায় হবে, তা নিয়ে একটা জল্পনা প্রথম থেকেই ছিল। বহু আগেই ইডেনে প্লে অফ আয়োজনের জন্য আবেদন জানানো হয়েছিল সিএবির তরফে। অবশেষে তাদের আশা পূরণ হতে চলেছে।