এনএফবি, শিলিগুড়িঃ
বাগডোগরা বিমানবন্দর থেকে রবিবার সিকিম সফরের উদ্দেশ্যে রওনা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এ দিন সিকিম যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নর্থ ইস্টের সমস্ত সংযোগকে গুরুত্ব দিয়েছেন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত নর্থ ইস্ট রেলওয়ের উন্নয়নের জন্য ২ হাজার কোটি টাকা পেত। এখন তা বেড়ে হয়েছে ১০ হাজার কোটি। রেলওয়ে, হাইওয়ে, এয়ারপোর্ট-সহ সমস্ত সংযোগে নর্থ ইস্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
পাশাপাশি তিনি জানিয়েছেন, সেবক থেকে রংপো পর্যন্ত নতুন লাইন তৈরী হবে।রেলপথে রংপো থেকে গ্যাংটক ও গ্যাংটক থেকে নাথু লা সংযোগের ভাবনাও করা হবে। সামরিক দিক থেকে নাথু লার সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। তাই বর্ডার এলাকার পর্যটন ও উন্নয়নের কথাও তিনি বলেন।