এনএফবি, কলকাতাঃ
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ২৭ মার্চ। এবারে ২০৬টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আটকাতে তাই বাড়তি নজরদারি ও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
শুক্রবার সাংবাদিক বৈঠকে তাই সংসদ থেকে জানানো হয়, প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছ। একইসাথে পরীক্ষা কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিরেক্টর ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে পরীক্ষা কেন্দ্র বা তার নির্দিষ্ট সীমানায় মোবাইল ব্যবহার করলে তা সহজেই চিহ্নিত করা যাবে।
সকাল ১০ টা থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার। ছাত্রদের থেকে এবারও ছাত্রীদের সংখ্যা ১,২৭,০০০ বেশি। ২৩টি জেলার মধ্যে ছাত্র পরীক্ষার্থী থেকে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্র ৮৫৩টি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা সম্মিলিতভাবে ১৮ লক্ষ।
সংসদ থেকে সারা রাজ্যে প্রায় ২০৬টি পরীক্ষাকেন্দ্রকে সেনসিটিভ ভেন্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি সেনসিটিভ ভেন্যুর মূলগেটে থাকবে মেটাল ডিরেক্টর। এর মাধ্যমে মোবাইল-সহ নানা ইলেকট্রিক গ্যাজেট চেক করার ব্যবস্থা করা যাবে।
এই বছর কেন্দ্রীয় কন্ট্রোল রুম খোলা থাকছে। তাছাড়াও রাজ্য সকারের উদ্যোগে রাজ্য কন্ট্রোল রুমের ব্যবস্থা থাকছে।
একইসাথে এদিন সংসদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।