রাজ্য

বিকাশ ভবনের সামনে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

এনএফবি, বিধান নগরঃ

টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে। পুলিশ ও টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি। রীতিমতো টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার দুপুরে ২০১৬ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জমায়েত করার কথা ছিলো সল্টলেকে এসএসসি ভবনের সামনে। উচ্চ প্রাথমিকে চাকরির দাবিতে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর অভিযান ছিল তাদের। কিন্তু তারা বিকাশ ভবনের মেইন গেটের সামনে রাস্তায় বসে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিধাননগর পুলিশের বিশাল বাহিনী।

আন্দোলনকারীদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়।