অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
টি টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরুটা অসাধারণ করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। তবুও ভারতীয় দলের অন্দরে অসন্তোষ। যদিও দলের কোনও ক্রিকেটারের পারফরম্যান্স কিংবা অন্য কোনও কারণ নয়। সিডনিতে আয়োজকদের ওপরই চূড়ান্ত অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের।
আর খারাপ ব্যবস্থাপনার জন্যই এবার নেদারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে প্র্যাকটিস সূচী বাতিল করল ভারতীয় দল। বোটেলের থেকে অনুশীলনের জায়গার দুরত্বের জন্যই এমন সিদ্ধান্ত নিল তারা।
বৃহস্পতিবার সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামবে ভারতীয়দল। সেই ম্যাচ জিততে পারলেই ভারত পরের রাউন্ডের দিকে অনেক ধাপ এগিয়ে যাবে। কিন্তু সেই ম্যাচ শুরুর হওয়ার আগেই চূড়ান্ত অব্যবস্থাপনার জন্য ক্ষুব্ধ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সিডনি পৌঁছনোর পর থেকেই খারাপ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল ভারতীয় দল। আইসিসি পর্যন্ত সে খবর পৌঁছে গিয়েছিল। এবার প্রস্তুতি বাতিল করতেও বাধ্য হল টিম ইন্ডিয়া।