ক্রীড়া

গাভাসকারের সঙ্গেই এক সারিতে আইয়ার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সুনীল গাভাসকারের কাছ থেকে নিয়েছিলেন টেস্ট ক্যাপ, আর এবার সেই কিংবদন্তীর সাথেই উচ্চারিত হবে তাঁর নাম। তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে শতরান ও অর্ধ শতরান করেন আইয়ার।
দ্বিতীয় ইনিংসে করেন ৬৫ রান। ২৬ বছর বয়সী শ্রেয়াস আইয়ার রবিবার ইতিহাস রচনা করেন। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকান এবং টেস্ট অভিষেকে করেন অর্ধশত রান ।কানপুরে শ্রেয়াসের পূর্বে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে সুনীল গাভাসকারের অপরাজিত ৬৫ এবং ৬৭।আর তৃতীয় জন হলেন দিলাওয়ার হুসেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় ৫৯ এবং ৫৭ রান করেন।