এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ চোট সমস্যা কাটিয়ে এবার সুস্থতার পথে রবীন্দ্র জাদেজা। এদিন এনসিএতে ফিটনেস টেস্টের জন্য এলেন রবীন্দ্র জাদেজা। সবকিছু ঠিকঠাক চললে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই একদিনের সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন তিনি। সোমবারই রবীন্দ্র জাদেজার ফিটনেস টেস্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। হাঁটুর চোটের জেকে প্রকায় তিন মাস মাঠের বাইরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। শোনা যাচ্ছে এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই হয়ত ভারতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই স্বস্তির আবহ ভারতীয় শিবিরে।
কয়েকদিন আগেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনিও। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেই ভারতীয় দলে ফিরেছেন তিনি। এবার শুধুই রবীন্দ্র জাদেজার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সকলে। বড় প্রতিযোগিতার মঞ্চে রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটার দলে না থাকাটা যে কতটা বড় সমস্যা তা সকলেই বুঝতে পেরেছেন। এই মুহূর্তে রবীন্দ্র জাদেজার ফিটনেস টেস্টের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।এশিয়া কাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন জাদেজা। কিন্তু এরপরই সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছিল ভারতীয় শিবিরে। হাঁটুতে গুরুতরচোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রবিন্দ্র জাদেজা। এশিয়া কাপ চলাকালীনই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আর তার প্রভাব যে ভারতীয় দলের খেলার ওপর কতটা পড়েছিল তা বেশ স্পষ্ট। এশিয়া কাপের মাঝেই হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছিল রবীন্দ্র জাদেজার। কিন্তু এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি তিনি।
এই চোটের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। তবে শোনা যাচ্ছে এখন নাকি তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। এনসিএ-তে এসেছেন ফিটনেস পরীক্ষার জন্যই। বোর্ড সূত্র তরফে ইনসাইড স্পোর্টকে জানানো হয়েছে, “জাদেজা এই মুহূর্তে অনেকটাই ভাল রয়েছেন। এনসিএতে এবার তাঁর ফিটনেস পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং তাঁর চোটের অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে সেটা জানোর পরই এনসিএ-র তরফ থেকে চূড়ান্ত ছাড়পত্র পাবেন রবীন্দ্র জাদেজা। যদি তিনি নির্বাচনের জন্য একেবারেই সঠিক থাকেন, তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা।”