জেলা

নিখোঁজ পরিযায়ীর স্ত্রীকে ছোট জাত বলে তিরস্কার লেবার এজেন্টের

এনএফবি, বালুরঘাটঃ

বালুরঘাটের দন্ডি কাণ্ডের রেশ কাটতে না কাটতে আবার সাঁওতাল সম্প্রদায়ের এক মহিলাকে নিচুজাত বলে অপমান করার অভিযোগ উঠল হিলির চকমানিক্য এলাকায়।

ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ স্বামী। লেবার এজেন্টের কাছে সাহায্য চাইতে গিয়ে নিচু জাত, ছোটজাত বলে অপমান করার অভিযোগ লেবার এজেন্ট বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের জামালপুর পঞ্চায়েতের চক মানিক্য গ্রামে। অভিযুক্ত লেবার এজেন্টের নাম রাখাল সরকার, বাড়ি জামালপুর গ্রাম পঞ্চায়েতের মানিকো গ্রামে।

উল্লেখ্য চলতি বছরের গত ৫ এপ্রিল বাড়ি থেকে কাজের জন্য নিখোঁজ পরিযায়ী শ্রমিককে চেন্নাইয়ে নিয়ে যায় অভিযুক্ত
লেবার এজেন্ট। নিখোঁজ হওয়া ব্যক্তির নাম উপেন সরেন। তার সঙ্গে আরও কয়েকজন পরিযায়ী কাজ করতে যায়। কিন্তু ৭ তারিখ রাত্রি ১১ টার পর থেকেই স্বামীর খোঁজ পাচ্ছিলেন না স্ত্রী কনিকা হেমরম। তারপর তিনি সেই অভিযুক্ত লেবারে এজেন্টের কাছে খবর জানতে চাইলে, তিনি কোনো রকম সহযোগিতা করেননি। বরং নিচু জাত, ছোট জাত বলে তিরস্কার করেন এবং এখনও পর্যন্ত কোনো রকম যোগাযোগ বা সহযোগিতা করছেন না বলে অভিযোগ।

অভিযোগকারিনী জানান, গত ১২ এপ্রিল হিলি থানায় এফআইআর করতে গেলে তা গ্রহণ করা হয়নি। তাই আজ স্থানীয় ১০০ জন বাসিন্দাদের নিয়ে থানায় এসে এফআইআর করলেন।

কনিকার দাবি, তার নিখোঁজ স্বামীর সন্ধানে তৎপর হোক প্রশাসন।