ক্রীড়া

ইন্দোরে অজিদের স্পিন ছোবলে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ব্যাকফুটে ভারত। প্রথম দুই টেস্টের পরে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ভারতের ১০৯ রানের জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৫৪ রান। এদিন সকাল থেকেই ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন। প্রথম সেশনেই ৮৪ রানে ৭ উইকেট হারায়। মধ্যাহ্নভোজের বিরতির পর ১০৯ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ভারতীয় ব্যাটিং লাইনে ধস নামান অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেম্যান। দুরন্ত বোলিং করে ১৬ রানে ৫ উইকেট তুলে নেন তিনি। সিনিয়র স্পিনার নাথান লিয়ন ৩৫ রানে নেন ৩ উইকেট।ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি (‌৫২ বলে ২২)‌। তিনি টড মারফির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। লোকেশ রাহুলের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পাওয়া শুভমান গিল করেন ২১ রান। রোহিত করেন ১২, শ্রীকর ভরত ১৭। অক্ষর প্যাটেল ১২ রান করে অপরাজিত থাকেন। উমেশ যাদবের ১৭ রান ভারতকে ১০০ রানের গণ্ডি পার করে দেন।দিল্লি টেস্টে অত্যাধিক সুইপ শট খেলতে গিয়ে ডুবতে হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। এ দিন সেই ভুল করেননি খোয়াজা, লাবুশানেরা। ধৈর্য দেখিয়ে তাঁরা দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। দু’জনের জুটিতে ওঠে ৯৬। প্রাথমিক চাপ সামলে দলকে কিছুটা ভালো জায়গায় পৌঁছে দেন লাবুশানে ও খোয়াজা। ৩৫তম ওভারের তৃতীয় বলে লাবুশেনকে তুলে নিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। ৯১ বলে ৩১ রান করে আউট হন লাবুশানে। এরপর উসমান খোয়াজাকেও তুলে নেন জাদেজা। সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে বাউন্ডারি লাইনের ধারে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন খোয়াজা। ১৪৭ বলে ৬০ রান করেন তিনি। এরপর স্টিভ স্মিথ জাদেজার স্পিনে পরাস্ত হয়ে উইকেটের পেছনে শ্রীকর ভরতের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৩৮ বলে তিনি করেন ২৬। দিনের শেষে পিটার হ্যান্ডসকম্ব ৭ ও ক্যামেরন গ্রিন ৬ রানে ক্রিজে রয়েছেন। ৬৩ রানে অস্ট্রেলিয়ার ৪টি উইকেটই তুলে নিয়েছেন জাদেজা। দ্বিতীয় দিন যত তাড়াতাড়ি সম্ভব অজিদের প্রথম সেশনে গুটিয়ে ফেলা লক্ষ হবে ভারতের।