জেলা

বসন্তে কোকিলের কুহুরবে ভাইরাল মেহেদী হাসান

এনএফবি, মুর্শিদাবাদঃ

খালি গলায় কোকিল-সহ বিভিন্ন পশুপাখির আওয়াজ করে ভাইরাল সপ্তম শ্রেণীর পড়ুয়া। তার অসাধারণ কণ্ঠে মুগ্ধ হয়েছে নেট দুনিয়া। সামশেরগঞ্জ থানার রতনপুরের বাসিন্দা মেহেদী হাসান। বাবা বাবলু শেখ পেশায় রাজমিস্ত্রি ও মা বিড়ি শ্রমিক। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে হাসানই সবচেয়ে ছোট। সে দরিদ্র পরিবারের ছেলে। ফলে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট বয়স থেকেই গ্রামে দুধ বিক্রি করতে হয় তাকে।

জানা গেছে, একটি শপিং মলের সামনে হঠাৎ করেই কোকিল ও অন্যান্য পাখির আওয়াজ করে হাসান। তা দেখে এক ব্যক্তি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। তার কন্ঠের প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া।
খবর পেয়ে সাংবাদিকরা তার বাড়িতে পৌঁছায় এবং মেহেদী ও তার পরিবারের সাথে কথা বলে। সংবাদমাধ্যমের সামনেও সে কোকিল, ময়ূর ও কুকুর ছানার আওয়াজ করে দেখায়। এই তিন ধরণের আওয়াজই সে করতে পারে বলে জানায়।
তার মায়ের কথা থেকে জানা গেছে, মেহেদী এই আওয়াজগুলি নিজে থেকেই শিখেছে। সে পড়াশোনা করে ও গ্রামে ঘুরে বেড়ায়। ছেলের এই ভাইরাল হওয়ায় মা ও গোটা পরিবার খুব খুশি।

YouTube player