স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
কাতার বিশ্বকাপেই শেষবার বিশ্বকাপ সেটা ফের একবার স্পষ্ট করলেন লিওনেল মেসি। ক্রোয়েশিয়াকে দুরমুশ করে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে তুলে এলএমটেন জানালেন, আজ পর্যন্ত আমি যা অর্জন করতে পেরেছি, তাতে যারপরনাই খুশি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচেই শেষবার আমাকে দেখতে পাওয়া যাবে।”
সঙ্গে আর্জেন্তিনার অধিনায়ক আরও যোগ করেছেন, “পরের বিশ্বকাপ আসতে এখনও অনেক বছর বাকি রয়েছে। আমার মনে হয় না যে ততদিন আমি খেলা চালিয়ে যেতে পারব। আর নিজের সেরা ফর্মে থেকে অবসর গ্রহণ করতে পারছি, এর থেকে আর ভালো আর কিই বা হতে পারে।”
এ দিন বাতিস্তোতার রেকর্ড ভেঙে দিলেন তিনি। নীল সাদা জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি ১১ গোল করার মালিক হলেন ফুটবল যুবরাজ। তার কথায়, “ব্যক্তিগত রেকর্ড ভাল। সেগুলো গড়তে পারলে ভাল লাগে। কিন্তু আসল হচ্ছে দলগত ভাবে জেতা। সেটাই প্রধান লক্ষ্য। খুব সুন্দর জিনিস সেটা। আর একটা ম্যাচ বাকি। অনেক লড়াই করেছি আমরা।”
আজকে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচে যে জিতবে তাঁদের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০১৪-তে ফাইনালে গিয়ে মেসি পারেননি অধরা মাধুরী বিশ্বকাপ স্পর্শ করতে। এবার সেটা চান।
মারাদোনাকে ছোঁয়া থেকে আর এক ধাপ দূরে মেসি – NF Bangla Private Limited (newsfrontbangla.com)