মুর্শিদাবাদে ৫২০ কিমি রাস্তা নির্মানের ঘোষণা জেলা শাসকের

এনএফবি, মুর্শিদাবাদঃ

পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ উন্নয়নে নজর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত পথশ্রী প্রকল্পের মধ্যে মুর্শিদাবাদ জেলায় মোট ৫২০ কিমি রাস্তা নির্মানের কাজ আগামীকাল থেকে শুরু হবে বলে সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন জেলাশাসক রাজর্ষী মৈত্র।

গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পিডব্লুডি-এর তত্ত্বাবধানে নিজেরাই এই কাজগুলি করা হবে জানান জেলা শাসক।

একইসঙ্গে তিনি জানান,আরও কিছু রাস্তার কাজ হবে, সেগুলিও কিছু দিনের মধ্যেই টেন্ডার করে কাজ শুরু হবে। এই প্রকল্পে জেলায় মোট ১৮০ কোটি টাকা খরচ হবে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।