বিনোদন

বন্ধুত্ব দিবসে কেকের গাওয়া ‘ইয়ারো দোস্তি’ গেয়ে বাবাকে স্মরণ নকুল-তামারার

সঞ্চারী সাহা,বিনোদন ডেস্কঃ

সম্প্রতি গায়ক কেকের অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে আসমুদ্র হিমাচলকে ৷ সঙ্গীত অনুরাগীরা আজ ও তার গানকে সঙ্গে নিয়েই বেঁচে রয়েছেন ৷ আর এই বছর ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে ইতিহাস সৃষ্টিকারী ‘ইয়ারো দোস্তি’ গান গেয়ে তাঁকে স্মরণ করল পুত্র নকুল এবং কন্যা তামারা ৷

নব্বইয়ের দশকে কেকের গাওয়া ইয়ারো দোস্তি গানটা আজ ও সমান ভাবে জনপ্রিয় ৷ বন্ধুত্বের দীর্ঘজীবী বন্ধনকে দৃঢ় করতে আজ ও এই গানকেই মাধ্যম করে নতুন প্রজন্ম ৷ আর ফ্রেন্ডশিপ ডে উপলক্ষ্যে পুত্র নকুল এবং কন্যা তামারা বাবার গাওয়া এই গান গেয়ে সকলের চোখ জলে ভরিয়ে দিয়েছে ৷ তাদের এই উদ্যোগে সঙ্গ দিয়েছেন লেসলি লিউইস,শান, বেনি দয়াল , পাপন প্রভৃতি সঙ্গীত শিল্পী ৷

কেকে কন্যা তামারা তার ইন্সট্রাগামে শেয়ার করে লিখলেন, ‘Yaron’Forever! গানটি খুবই বিশেষ এবং আমার মনের কাছাকাছি ৷ এই প্রথম নকুল আর আমি একসঙ্গে গাইলাম ৷ আশাকরছি বাবাও আমাদের সঙ্গে গাইছেন ৷ গণ্যমান্য শিল্পীদের ধন্যবাদ ৷ আশাকরছি আপনারাও আনন্দ পেয়েছেন যতটা আমরা পেয়েছি ৷