বক্সা ব্যাঘ্র প্রকল্পের নয়া ফরমান

এনএফবি, আলিপুরদুয়ারঃ

জারি হল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নয়া ফরমান। ফলে জঙ্গল পর্যটনে কোপ বক্সা ব্যাঘ্র প্রকল্পে। এই ফরমান অনুযায়ী কেন্দ্রীয় বাঘ সংরক্ষক সংস্থার নির্দেশ মেনে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আগামী ১ এপ্রিল থেকে লাগু হবে ওই নিয়ম। দেশের অন্যান্য ব্যাঘ্র প্রকল্পে বহু দিন ধরেই ওই নিয়ম চালু থাকলেও ব্যতিক্রম ছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প।

অপূর্ব সেন,বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর

মানুষের কোলাহল থেকে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীদের একটা দিন অব্যহতি দিতেই ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির ওই সিদ্ধান্ত বলে জানা গেছে। এদিন এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য বনদপ্তর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এবিষয়ে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন জানান, সপ্তাহে একদিন বক্সা জঙ্গলে পর্যটকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। এমনকি সেদিন সাফারি থেকে শুরু সব কিছু বন্ধ বলে তিনি জানান। পাশাপাশি, শুধুমাত্র বক্সা এলাকার যারা বাসিন্দা তারা ভিতরে থাকতে পারবে বলে তিনি জানান।