অনলাইনেই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর টিকিট বুকিং

SWASTHA BHABAN

এনএফবি ডেস্কঃ

সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা পরিষেবা নিতে এসে আউটডোর টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা চিকিৎসা প্রার্থীদের লাইন দাঁড়ানোর দিন শেষ হতে চলেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েব সাইট থেকে এই টিকিট অনলাইনে বুক করা যাবে।

দেখে নিন কীভাবে বাড়ি থেকে সরকারি মেডিক্যাল কলেজের আউটডোর টিকিট বুক করবেন।

প্রথমে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in
ভিজিট করে, সেখানে ‘OPD Tickests Booking’ অপশনে ক্লিক করতে হবে।
অথবা ক্লিক করতে হবে নিচের লিঙ্কেঃ

http://onlinehmis.wbhealth.gov.in:8006

এরপর একটি ফোন নম্বর দিয়ে SUBMIT করতে হবে যেটাতে OTP আসবে।

এবার ফোনে প্রাপ্ত OTP নম্বর সাবমিট করে ফোন নম্বরটি ভেরিফাই করতে হবে।
ফোন নম্বর ভেরিফাই করার পর নতুন একটা পেজ খুলবে,সেখানে Drop down menu থেকে Select করে যে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে চান সেটি সিলেক্ট করতে হবে। যে তারিখে চিকিৎসা যে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করাতে চান তিনি যত নম্বর ঘরে বসবেন সেই সমস্ত তথ্য-সহ অন্যান্য সমস্ত বিস্তারিত তথ্য দিয়ে সেভ করতে হবে৷

রাজ্যের যে সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে এই সুবিধা চালু হলো সেগুলোর তালিকাঃ

এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতাল

এসএসকেএম হাসপাতাল IPGMER

আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল

ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

বাকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল

আইপিজিএমইআর & এসএসকেএম, অ্যানেক্স ১
বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স

মালদা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল

মেদিনীপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল

পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল/ দেবেন মাহাতো সর্দার হাসপাতাল

কুচবিহার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল

ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল

রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল।