স্বাস্থ্য

এসএসকেএম(পিজি) হাসপাতালের বর্হিবিভাগের সাপ্তাহিক চিকিৎসা পরিষেবার সময়সূচি

এনএফবি ডেস্কঃ

চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার যাতে না হতে হয় সেইজন্য জানা প্রয়োজন যে হাসপাতালে চিকিৎসা করাতে আসছেন সেই হাসপাতালের কবে কোন বর্হিবিভাগের চিকিৎসা পরিষেবা চালু থাকে।

পশ্চিমবঙ্গের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম(পিজি)-তে সারা রাজ্যের দূরদূরান্ত থেকে অনেকেই চিকিৎসার জন্য আসেন। পিজির ওপিডি বিভাগে প্রতিদিন সব বিভাগের চিকিৎসা হয় না। না জেনে আসার ফলে অনেককেই না দেখিয়ে ফিরে যেতে হয়। চিকিৎসাপ্রার্থীদের সুবিধার্থে কবে কোন দিন কোন বিভাগ খোলা থাকে নিম্নলিখিত ভাবে তার তালিকা দেওয়া হলঃ

সোম থেকে শনি

কার্ডিওলজি(হৃদরোগ)
সিটিইউ(ক্লিনিকাল টিচিং ইউনিট)

ইএনটি ( নাক কান গলা)

আই( চক্ষু)

স্কিন ( চর্ম)

সার্জারি (শল্য বিভাগ)

মেডিসিন

অর্থপেডিক (অস্থি বিভাগ)

গ্যাসট্রোএন্ট্রোলজি

পেডিয়াট্রিক বিভাগ (শিশুরোগ বিভাগ)

গাইনোলজিকাল বিভাগ ( স্ত্রী রোগ বিভাগ)

সাইক্রিয়াটিক বিভাগ(মন রোগ বিভাগ)

পিএসি (অ্যানাস্থেসিয়া)

সোম, বুধ, শুক্র

নেফ্রোলজি( কিডনি)

ইউরোলজি

রিউমাটোলজি

গ্যাসট্রোসার্জারি

রেসপ্রিরেটোরি

পেডিয়াট্রিক সার্জারি

মঙ্গল বৃহস্পতি শনি

প্লাস্টিক সার্জারি

পালমোনারি মেডিসিন

বুধ বৃহস্পতি শনি

ডায়বেটিস

সোম মঙ্গল শুক্র

থাইরয়েড

সোম মঙ্গল বুধ শুক্র

পি এম আর (স্কুল অফ ফিজিকাল মেডিসিন)