স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান লিওনেল মেসি। ফ্রান্সকে ট্রাইবেকারে হারিয়ে তার ট্রফি মনিকটে বিশ্বকাপটা রেখে দিলেন এলএমটেন। আর মেসি এই ইতিহাস স্পর্শ করায় তার প্রশংসা করলেন খোদ ফুটবল সম্রাট পেলে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান লেখেন, “প্রত্যেকবারের মতই ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার কেরিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।”
লিও মেসির পাশাপাশি পেলের প্রশংসার ভাগীদার হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া এমবাপেকে উদ্দেশ্য করে পেলে লিখেছেন, “এমবাপে, তুমি ফাইনালে ৪টি (টাইব্রেকার-সহ)গোল করেছ। আগামী দিনে আরও এমন কিছু শিল্প তোমার থেকে দেখতে পাব আশা রাখছি।”
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে অসুস্থ ফুটবল সম্রাট। কিছুটা সুস্থ হলেও তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। অতীতেও মেসির প্রশংসা করতে দেখা গেছে পেলেকে।