স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
বিশ্বকাপের পর্তুগালের ম্যাচের ২৪ ঘন্টা আগে বড়সড় শাস্তির মুখে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার দু’টি ম্যাচ নির্বাসনে সি আর সেভেন। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রোনাল্ডোকে শাস্তি দিয়েছে। যদিও বিশ্বকাপে খেলতে পারবেন। ইংল্যান্ডের কোনও ক্লাবের হয়ে খেললে প্রথম দু’টি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউটাইটেডের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছে।
কী কারণে নির্বাসন-
চলতি বছর এপ্রিল মাসে এক ভক্তের মোবাইল মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলার জন্য শাস্তি হয়েছে রোনাল্ডোর। দু’টি ম্যাচ নির্বাসনের পাশাপাশি ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। এফএ জানায়, ‘‘এভারটনের বিরুদ্ধে ম্যাচ শেষে রোনাল্ডো যে কাজ করেছিলেন তাকে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। রোনাল্ডো নিজেও স্বীকার করে নিয়েছেন যে তিনি ভুল করেছেন। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কাজ করলে শাস্তি আরও বাড়তে পারে। এই শাস্তি দেওয়ার মাধ্যমে সব ফুটবলারদের সতর্ক করা হচ্ছে।’’
তবে এইসব জিনিসে মন না দিয়ে এবারের কাতার বিশ্বকাপে মন দিতে চান সিআরসেভেন। এটাই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ।