‘ধমকানি নয়, কাজ দিয়ে মানুষকে চমকাতে হবে’, বার্তা মমতার

এনএফবি, ঝাড়গ্রামঃ

ধমকানি নয়, কাজ দিয়ে মানুষকে চমকাতে হবে। বৃহস্পতিবার ঝাড়গ্রামে কর্মীসভা থেকে দলীয় কর্মীদের এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে গ্রাম পঞ্চায়েতকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, “মানুষের কাজ ফেলে রাখবেন না। বর্ষা আসার আগে টেন্ডার করে কাজ শুরু করুন। বর্ষা এলে কাজ হবে না। তারপর পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দেব। ভোটের আগেই কাজ শেষ করুন। মানুষকে কাজ দিয়ে চমকাতে হবে, ধমকানি দিয়ে নয়।” শুধু গ্রাম পঞ্চায়েত নয়, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকেও দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কাজ ফেলে রাখবেন না। কাজ করুন চটপট।

সময়মতো কাজ সম্পন্ন করার পাশাপাশি দলীয় কর্মীদের সর্বদা এলাকাবাসীর পাশে থাকারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে দুর্নীতি ও কাটমানি নিয়েও দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তিনি। বর্তমানে শেষকৃত্য সম্পন্ন করার জন্য ২ হাজার টাকা করে দেওয়ার প্রকল্প ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই প্রসঙ্গ তুলে এদিন ঝাড়গ্রাম সহ গোটা রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, “কাউকে কবর দিতে হলে বা কফিন দিতে হলে বা দাহ করতে হলে ২ হাজার টাকা পাওয়া যায়। কেউ যদি তার থেকে এক পয়সা কম দেন, আপনারা নেবেন না। যদি কেউ কম টাকা দেয়, তাহলে সরাসরি আমাকে চিঠি লিখুন, ডিএম-কে চিঠি লিখবেন। থানায় তার বিরুদ্ধে এফআইআর করবেন। তারপর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। প্রশাসন কঠোর পদক্ষেপ করবে।”