ক্রীড়া

পন্টিং ওয়ার্নার হারতে পছন্দ করে না- সৌরভের নাম মুখেও আনলেন না শাস্ত্রী

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ষোলোতম আইপিএল একদমই ভালো যাচ্ছে না দিল্লী ক্যাপিটালসের। পরপর ৫টা ম্যাচে হার মানতে হয় সৌরভের দিল্লীকে। শনিবার আরসিবির কাছে ২৩ রানে হেরে যায় তারা। আরসিবির কাছে দিল্লীর হারের পর ডাগ আউটে থমথমে মুখে বসেছিলেন সৌরভ। দিল্লী ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট এই বছরই হন সৌরভ। আর সৌরভের বসেছিলেন দু’বার বিশ্বকাপ জয়ী অধিনায়ক কোচ রিকি পন্টিং। আর পন্টিংয়ের সঙ্গে ছিলেন দিল্লীর অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এই পরিস্থিতিতে ম্যাচের ধারাভাষ্যকারের করছিলেন শাস্ত্রী। সহ ধারাভাষ্যকার সাইমন ডুল বলেন, ” সৌরভ আগে ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট ছিল।” শাস্ত্রী তখনই বলে ওঠেন, “ওখানেই হয়তো ভাল ছিল। পন্টিং কখনওই হারতে পছন্দ করে না। ওয়ার্নারও না।” সৌরভের নাম মুখে আনেননি শাস্ত্রী। ডুল সৌরভের কথা বললেও শাস্ত্রী চুপ থাকেন। আর চুপ থেকে বুঝিয়ে দেন দিল্লির ভরাডুবির জন্য দায়ী সৌরভ।

২০১৯ সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন মহারাজ। এরপর বিসিসিআই সভাপতি হওয়ার পরে সেই চেয়ার ছাড়তে হয় সৌরভকে। আর বোর্ড সভাপতি থেকে সরে যাওয়ার পরে দিল্লীর ক্রিকেট ডিরেক্টর হন। আর মহারাজের কামব্যাকের প্রথম মরসুমেই ভরাডুবি দিল্লির।