জাতীয়

শীতকালীন অধিবেশনে বেসরকারি ভার্চুয়াল মুদ্রা বিষয়ক বিল পেশের সম্ভাবনা

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলা পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে পাশ হতে পারে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১। এই বিলের মাধ্যমে কিছুক্ষেত্রে ছাড় দিয়ে দেশে যাবতীয় বেসরকারি ভার্চুয়াল মুদ্রাকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বিবেচনা করছে কেন্দ্র।

প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি কী হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও সংসদীয় কমিটি। সেখানেই এই সংক্রান্ত বিল আনার ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই বিলটি ছাড়াও আরও ২৫টি নতুন বিল-সহ মোট ২৯টি বিল পাশের লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার।