স্থানীয়

[:en]সময় মতো বেতনের দাবিতে অস্থায়ী পুর কর্মীদের বিক্ষোভ[:]

[:en]

এনএফবি, জলপাইগুড়িঃ

সময় মতো বেতনের দাবিতে জলপাইগুড়ি পুরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। মঙ্গলবার পুরসভার সামনে তাদের দাবিতে আন্দোলনে সামিল হন ক্ষুব্ধ কর্মীরা।

আন্দোলনকারীদের দাবি, সারাদিন হাড়ভাঙা খাটুনির পর দু’মাস পর বেতন পান তারা। সংসার চালাতে নাজেহাল হতে হচ্ছে তাদের।সময় মতো বেতন না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারী অস্থায়ী কর্মীরা।

জলপাইগুড়ি পুরসভায় অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় তিনশো। এ দিনের বিক্ষোভ প্রসঙ্গে কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী বলেন, এদের বিষয়টি পুরসভার পুর মাতা জানেন। হয়তো খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে।

[:]