রাজ্য

কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় সহকারী সলিসিটর জেনারেলের পদত্যাগ

এনএফবি, কলকাতাঃ

স্বেচ্ছায় নিজের পদ থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় সহকারী সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। সোমবার কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরন রিজজুকে চিঠি লিখে তাঁর পদত্যাগের কথা জানান। দস্তুর ২০২০ সালের ৩০ জুন তিন বছরের জন্য এই পদে নিয়োগ হয়েছিলেন। সর্বশেষ রামপুরহাট মামলায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন তিনি।
উল্লেখ্য, কিছু দিন আগেই এক ইংরেজি দৈনিক সংবাদপত্রের সম্পাদকের কাছে নিবন্ধ প্রত্যাহারের আর্জি জানিয়ে চিঠি লেখেন দস্তুর। যে নিবন্ধের বিষয় ছিল বাংলায় বিধানসভা নির্বাচন পরবর্তী কালে দায়ের হওয়া ২১টি ধর্ষনের মামলার কোনও প্রমাণ পায়নি সিবিআই।
মেয়াদকালের আগেই চলতি বছরের ৪ মার্চ সুপ্রিম কোর্টের সহকারী সলিসিটর জেনারেল পদ থেকে ইস্তফা দেন আমান লেখি তারপর দ্বিতীয় ব্যক্তি হিসাবে পদত্যাগ করলেন ওয়াই জে দস্তুর।