এনএফবি, মুর্শিদাবাদঃ
প্রেমের টানে সূদূর রাশিয়া থেকে মুর্শিদাবাদে এসে ঘর বাঁধলেন যুবতী। হিন্দু বাঙালি রীতি মেনেই চার হাত একও হলো। সম্প্রতি রাশিয়ার নোবোসিবিস্কর বাসিন্দা মুর্শিদাবাদে আসেন। নাম আলেকজান্দ্রা ইভানোভা। প্রেমিক সহস্রাংশু সিংহের বাড়ি কান্দি থানর ছাতিনাকান্দির তাঁতিপাড়ায় আসেন। বৃহস্পতিবার সেখানেই সহস্রাংশুকে বিয়ে করলেন ইভানোভা।
তাদের এই বিয়েতে রাশিয়ার কোন ছাপ দেখা গেল না, বরং বিয়েতে আপাদমস্ত বাঙালিয়ানা চোখে পড়ল। বর্তমানে বেসরকারি সংস্থার কর্নধার সহস্রাংশু সিংহ। জানা যায়, অক্সফোর্ড পাঠরতের সময় ২০১৬-তে মস্কোতে পরিচয়। রাশিয়ান সাইবেরিয়ান রেলওয়ে ইকোনমিষ্ট ছিলেন আলেকজান্দ্রা ইভানোভা। তবে চাকরি থেকে পদত্যাগ করে গাঁটছাড়া বেঁধেছেন সহস্রাংশু সিংহের সঙ্গে। তাদের এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ইভানোভার মা মারিনা অ্যানোথিনা।