ক্রীড়া

প্রয়াত সেলিম দুরানি

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেলিম দুরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার সকালে জামনগরের বাড়িতে মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার। বেশ কিছু দিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৬০-৬১ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নেপথ্য নায়ক ছিলেন দুরানি। প্রথম ক্রিকেটার হিসাবে অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র, রাজস্থান এবং গুজরাটের হয়ে খেলেছিলেন দুরানি। ১৯৩৪ সালের ১১ ডিসেম্বর কাবুলে জন্ম তাঁর। পরে গুজরাটের জামনগরে চলে আসেন তাঁর পরিবার। সেখানেই বেড়ে উঠেছিলেন দুরানি। ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছিলেন বাঁ হাতি অলরাউন্ডার। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। তাঁর খেলা শেষ টেস্ট ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।