এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী তুলনামূলক বিচারে গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ, নিম্নমুখী মৃত্যুর হারও। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন। মৃত্যু হয়েছে ৩৯১ জন রোগীর। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬১২ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯৭৬ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ।
Single day rise of 9,216 new COVID-19 infections, 391 fatalities push India's tally of cases to 3,46,15,757, death toll to 4,70,115:Govt
— Press Trust of India (@PTI_News) December 3, 2021