অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এবারে রোহিত শর্মার হয়ে ব্যাট ধরলেন বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্যাপ্টেন রোহিতের ট্রফি ক্যাবিনেট কে মনে করিয়ে দিয়ে সৌরভ বলেন,”আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের রেকর্ড দুর্দান্ত। পাঁচ বার ট্রফি জিতেছে। কয়েক বছর আগে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিল। কোহলি কে ছাড়াই ভারত জিতেছিল। বিরাট ছাড়া ভারতের জয় মানে বুঝতে হবে দলের শক্তি কতটা! বড় প্রতিযোগিতায় রোহিত সফল। ও একটা ভাল দল পেয়েছে। তাই আশা করছি দল ভাল খেলবে। আর ভারত দল হিসেবে খেলবে। আমি নিশ্চিত ওর ক্যাপ্টেন্সি তে ভারত ভালো ফল করবে।” একপ্রকার সৌরভ বুঝিয়ে দিলেন তার ভোটেই অধিনায়ক হয়েছেন হিটম্যান।