অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এবারে ওয়েস্ট ইন্ডিজ দলে থাবা পড়লো করোনার। পাকিস্তানের মাটিতে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। পাকিস্তানে তিনটি টি-২০ এবং তিনটি ওডিআই খেলার কথা রয়েছে ক্যারিবিয়ান দলের। পাকিস্তানে আসার পর নিয়মিত গোটা দলের কোভিড টেস্ট করা হয়। সেখানেই জানা গিয়েছে দলের সঙ্গে থাকা চার সদস্যের কোভিড হয়েছে। বর্তমানে ওই চারজনকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এই চার সদস্য হলেন শেলডন কর্টরেল, রস্টন চেজ, কাইল মেয়ার্স এবং নন কোচিং টিমের এক সদস্য। যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজে মাঠে নামতে পারবেনা এরা। এদের প্রত্যেকেরই সম্পূর্ণ ভ্যাকসিনেশন হয়েছিল এবং কোনও উপসর্গ ছিল না বলে জানা গিয়েছে। যতক্ষণ পর্যন্ত পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ না আসছে ততক্ষণ আলাদা ভাবেই থাকতে হবে তাঁদেরকে।