জেলা

বন্যপ্রাণী হত্যা, চোরাশিকারী রুখতে ঢেলে সাজানো হচ্ছে স্পেশাল ট্যাক্সফোর্সকে

এনএফবি,জলপাইগুড়িঃ

বন্যপ্রাণী হত্যা এবং চোরাশিকারীদের রুখতে ঢেলে সাজানো হচ্ছে স্পেশাল ট্যাক্সফোর্সকে,জলপাইগুড়িতে একথা জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

শনিবার জলপাইগুড়িতে রাজ্যের বনমন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, উত্তরবঙ্গে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল করার জন্য বনদপ্তরের যে বিশেষ ট্যাক্সফোর্স, তাকে আরও বড় এবং শক্তিশালী করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য দুটি ট্যাক্সফোর্স থাকবে,বন দপ্তরের এই ট্যাক্সফোর্সের হাতে অত্যাধুনিক সেলফ লোডিং রাইফেল ( এস এল আর ) সহ নতুন গাড়ি, উচ্চ ক্ষমতাসম্পন্ন আলোর জন্য টর্চ, সহ নানান সরঞ্জাম প্রদান করার কাজও শুরু হয়েছে।