স্থানীয়

অধিক বর্ষণে ভেসে গেলো ডুডুয়া নদীর বাঁশের সাঁকো

এনএফবি,আলিপুরদুয়ারঃ

জলের তোড়ে ভেসে গেলো ফালাকাটা ব্লকের ডুডুয়া নদীর উপর সাধুরঘাটের বাঁশের সাঁকো। বিপাকে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ। জানা গিয়েছে, অতিরিক্ত বর্ষণের ফলে বৃহস্পতিবার ভোরে ফালাকাটা ব্লকের ধনীরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ডুডুয়া নদীর উপর বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে যায়। এর ফলে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীর দাবি ৫-৬ কিমি পথ ঘুরপথে শিলবাড়ি ঘাট অথবা আংরাভাসা হয়ে ধুপগুড়ি তে যেতে হচ্ছে। ঘাটের মালিক সাধু রায়ের দাবি, ধুপগুড়ি ও খগেনহাট এলাকার মোট ১ হাজার লোক দৈনিক এই পথে যাতায়াত করেন। শীঘ্রই নদীতে নৌকা নামানো হবে বলে তিনি জানান।

নিজস্ব চিত্র