রাজ্যলেটেস্ট

ঘটনার ১৭ দিন পর মালদহে মৃত ছাত্রীর বাড়িতে মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন

এনএফবি, মালদাঃ

পুরাতন মালদার নবাবগঞ্জ দত্তপাড়ায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুন করার ঘটনার ১৭ দিন পর মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে আসলেন রাজ্যের মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় । তিনি মৃত ছাত্রীর মা এবং পরিবারের সঙ্গে কথা বলেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পুলিশ তদন্ত করেছে এবং তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। বর্তমানে মৃত ছাত্রীর পরিবারের কোনও অভিযোগ নেই। তবে দুই আসামির মধ্যে একজনকে পুলিশ ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, যেহেতু সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছিল ও সে নির্দোষ প্রমাণিত হওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সুদেষ্ণা রায় আরও জানান, তিনি এখানে রাজনীতি করতে আসেননি কারণ তারা দীর্ঘদিন ধরে এই পরিবারের খোঁজ খবর নিয়ে আসছেন এবং আজকে একটি অন্য কাজে মালদা আসেন সেই সূত্রে এই পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন।

সুদেষ্ণা রায়। নিজস্ব চিত্র