বিরাট-রোহিত ইস্যুতে আগুনে ঘৃতাহুতি আজহারের

azhar

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিরাট কোহলি, রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তার মেয়ের জন্মদিনের কথা বলে খেলতে চাননি। এই ইস্যুতে আগুনে ঘি ঢেলে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। এদিন আজ্জু টুইট করেন, আর এরই মধ্যে আজহার বলে দেন, “বিরাট কোহলি বলছে, ওয়ান ডে সিরিজে ও খেলবে না। রোহিত শর্মা আবার টেস্ট সিরিজে নেই। ছুটি নেওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু তার একটা সময় থাকে। এই রকম ঘটনাগুলো কিন্তু প্রমাণ করে দেয় যে ফাটল রয়েছে। না হলে কেউ অন্য ফর্ম্যাটের ক্রিকেট থেকে সরে দাঁড়ায় না।”