ক্রীড়া

রবিবাসরীয় হকি ডার্বি নিয়ে ময়দানে উত্তাপ

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

রবিবাসরীয় দুপুরে কলকাতা ডার্বি। তবে এটা ফুটবলের নয় হকির ডার্বি। মহামেডান মাঠে মুখোমুখি দুই প্রধান। গ্রুপ লিগের শীর্ষে ইস্টবেঙ্গল। অন্যদিকে কলকাতা বিদ্যুৎ পরিষদ আর ক্যালকাটা কাস্টমসকে প্রথম দুটো ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গলও টানা তিন ম্যাচ জিতেছে। হাওড়া ইউনিয়ন, আদিবাসী ক্লাব, খালসা ব্লুজকে হারিয়েছে ইস্টবেঙ্গল। রবিবার বিকেল সাড়ে তিনটেয় ম্যাচ।

মোহনবাগান মাঠে হকি দলের সমর্থনে প্রথম দিন থেকেই ভিড় জমাচ্ছেন বাগান সমর্থকরা। ইস্টবেঙ্গল মাঠে সংখ্যাটা তুলনামূলক কম হলেও, রবিবাসরীয় ডার্বিতে প্রিয় দলের জন্য গলা ফাটাতে তৈরি লাল-হলুদ সমর্থকরাও। ফুটবলে ব্যর্থতা চলছে ইস্টবেঙ্গলে। টানা সাতটা বড় ম্যাচে হেরেছে মশাল ব্রিগেড। হকিতে বদলা নেওয়ার আশায় লাল-হলুদ সমর্থকরা।

দুই দলেই তারকার মেলা। ইস্টবেঙ্গল দলে আছেন গুরতেজ সিং, পারদ্বীপ সিং, অঙ্গদবীর সিং, রঞ্জত সিং, মিচেল টপ্নর মতো খেলোয়াড়রা। লাল হলুদ কোচ জগরাজ সিং।

অন্যদিকে মোহনবাগান দলে অজিঙ্কা যাদব, জাইয়েদ খান, নীতিশ নিউপেন, আলি আহমেদের মতো খেলোয়াড়রা আছেন। সবমিলিয়ে রবিবার ঘটি বাঙালের লড়াই নিয়ে কলকাতা ময়দান উত্তাল।