রাজ্য

দুঃস্থ করোনা রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেবে রাজ্য প্রশাসন

এনএফবি, কলকাতাঃ

গ্রামের দুঃস্থ কোভিড রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে চলছে রাজ্য সরকার। ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ঊর্ধমুখী করোনা গ্রাফ। এমনিতেই বিগত প্রায় দু’বছর ধরে চলা মহামারির মারণ থাবায় বিপর্যস্থ আমজনতা। এই অবস্থায় নতুন করে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাঁদের বাড়িতে চাল মুড়ি বিস্কুট-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি প্যাকেট পৌঁছে দেবে প্রশাসন। এই মর্মে জরুরি ভিত্তিতে রাজ্যের সমস্ত জেলাশাসকদের ব্যবস্থা নিতে বলেছে নবান্ন-বলেও জানা গেছে।