স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
প্রথম আয়ারল্যান্ডের খেলোয়াড় হিসেবে দল পেলেন জসুয়া লিটল। এতদিন আইপিএল-এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন না বাম হাতি এই আইরিশ পেসার। নেট বোলার হিসেবে ছিলেন তিনি। তবে এবার পদোন্নতি হল লিটলের। ৪.৪ কোটি টাকার বিনিময় গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তিনি।
গত বছর আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের শিবিরে নেট বোলার হিসেবে ছিলেন জসুয়া লিটল। শুক্রবার আইপিএল-এর মিনি নিলাম থেকে দলে নেওয়া হল তাঁকে। এইদিন লিটল’কে দলে নেওয়ার দৌড়ে নেমেছিল লখনৌ সুপার জায়ান্টস। কিন্তু শেষ পর্যন্ত তাদের হারিয়ে এই বাম হাতি আইরিশ বোলারকে কিনে নিল গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
চলতি বছর দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখা গিয়েছে জসুয়া লিটলকে। অস্ট্রেলিয়ার পিচে সুইং এবং গতির হের-ফের করেও ব্যাটারদের সমস্যায় ফেলতেও দেখা গিয়েছে আয়ারল্যান্ডের ২৩ বছর বয়সী বাম হাতি বোলারকে।
চলতি বছরের টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। টি২০ ফরম্যাটে ৩৯টি উইকেট নিয়েছেন লিটল।