দিলীপ ঘোষের কনভয়ের সামনে কালো পতাকা দেখালো তৃণমূল

এনএফবি, কোচবিহারঃ

রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিতে গিয়েও তৃণমূলের বাধার মুখে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কোচবিহারের তুফানগঞ্জের নাককাটিগছে একটি দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ।সেই সময় কনভয়ে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। সামনে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে তা দেখল পুলিশ। ঘটনায় ফের প্রশ্ন উঠছে, রাজ্যে কি কখনও সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরবে !

YouTube player

জানা গেছে, আজ তুফানগঞ্জের নাককাটিগছে একটি দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। পথে মুচিবাড়ি কদমতলা এলাকায় তাঁর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। দীর্ঘক্ষণ ওই এলাকায় জমায়েত করছিলেন তৃণমূল কর্মীরা। দিলীপ ঘোষের কনভয় রাস্তা দিয়ে যাবে জেনেও তাদের সরানোর কোনও ব্যবস্থা করেনি পুলিশ। ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল তারা। বিক্ষোভকারীদের দাবি, দিলীপ ঘোষের সভার পুলিশি অনুমতি নেই। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ওই সভায় মাইক ব্যবহার করা হচ্ছে।