অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দেখে মনে হবে সাতের দশকের কোনো ম্যাচের রেজাল্ট! ২০-০ গোল। না লেখার কোনো ভুল নেই।তেলঙ্গানাকে ২০-০ ব্যবধানে ভারতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ন শিপে উড়িয়ে দিল বাংলা। ম্যাচের শুরু থেকেই গোলের বন্যা শুরু হয়। অতিরিক্ত সময়েও গোল হয়েছে।
বাংলার হয়ে একাই আট গোল করেছেন হুইড্রোম রঞ্জিতা দেবী। ম্যাচের ২০, ২৫, ৩৪, ৩৯, ৪৭, ৫৮, ৭১ এবং ৯০ মিনিটে তিনি গোলগুলি করেন। এছাড়াও বাংলার হয়ে হ্যাটট্রিক করেছেন দুই মহিলা ফুটবলার। এঁরা হলেন নাওরেম সুমিলা চানু এবং গীতা দাস। গীতা প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। এর আগে তামিলনাড়ু ও পাঞ্জাবের বিরুদ্ধে ড্র করে বাংলার মহিলা দল। যদিও শেষ আটে যাওয়া কঠিন।