এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
বিরাট কোহলির (৪৯ বলে ৮২ অপরাজিত) মারমুখী ইনিংসের সামনে ফিকে হয়ে গেল তিলক ভার্মার (৪৬ বলে ৮৪ অপরাজিত) অনবদ্য লড়াই। যার জেরে মুম্বই ইন্ডিয়ান্সকে (১৭১/৭) আট উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১৭২/২)। অর্থাৎ এবারও হার দিয়েই আইপিএল অভিযান শুরু হল পাঁচবারের চ্যাম্পিয়নদের।
বিরাটের জ্বলে ওঠার দিনে ডাহা ফেল রোহিত শর্মা (১০ বলে ১)। ব্যর্থ ঈশান কিষাণ (১৩ বলে ১০), ক্যামেরন গ্রিন (৪ বলে ৫), সূর্যকুমার যাদবরা (১৬ বলে ১৫)। যার জেরে ৪৮/৪ হয়ে গিয়েছিল মুম্বইয়ের স্কোর। কিন্তু দলকে খাদের কিনারা থেকে টেনে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন তিলক। কিন্তু বিরাট এবং ফ্যাফ দু প্লেসির (৪৩ বলে ৭৩) ঝোড়ো ব্যাটিং ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় রোহিতদের। ওপেনিং জুটিতে ১৪.৫ ওভারে ১৪৮ রান যোগ করেন দু’জনে। যার জেরে মাত্র ১৬.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। আর বিরাট কোহলি কিছুটা আবেগপ্রবণ এই ইনিংস খেলতে পেরে।
এদিন যেমন ম্যাচের শেষে তিনি জানালেন, অনেক দিন ধরেই একটা কথা বলব ভাবছিলাম, মুম্বই পাঁচটা ট্রফি জিতেছে, চেন্নাই চারটে। যদি আমি ভুল না হই, তা হলে সবচেয়ে বেশি বার প্লে-অফে ওঠার তালিকায় আমরা সবার আগে। তিনটে দল আট বার প্লে-অফে উঠেছে। আমরাও সেখানে রয়েছি। আপাতত আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে এগনো। দলে যাতে ভারসাম্য থাকে সেই চেষ্টাই করব। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে চাই। যেমনটা আজ হয়েছে।