বিরাটের ভাগ্য নিজের হাতে: আফ্রিদি

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সেই ম্যাচ নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা, আলোচনা। গতবার বিশ্বকাপের প্রতিশোধ নাকি পাকিস্তান তাদের ধারা অব্যহত রাখতে পারে সেসবই দেখা যাবে ২৮ অগস্ট ভারত বনাম পাকিস্তান ম্যাচ শেষে। এই মঞ্চেই আবার আরও একজনের দিকে সকলের নজর রয়েছে। তিনি হলেন বিরাট কোহলি। এই এশিয়া কাপে তাঁর ভবিষ্যত কী হবে তা নিয়েই এবার মন্তব্য করলেন শাহিদ আফ্রিদি।

২০১৯ সালের নভেম্বর মাসের পর থেকে ব্যাটে বড় রান নেই বিরাট কোহলির। প্রায় ১০০০ দিন হয়ে গেল বিরাট কোহলি এখনও পর্যন্ত একটিও সেঞ্চুরী করতে পারেননি। শুধু তাই নয় দেশের জার্সির সঙ্গে আইপিএলের জার্সিতেও প্রাক্তন ভারত অধিনায়ক যে একেবারেই ছন্দে নেই সেই ছবি সকলেই দেখেছেন। দীর্ঘ বিশ্রাম কাটিয়ে এবার এশিয়া কাপের মঞ্চেই ফিরতে চলেছেন বিরাট কোহলি। সেখানে তাঁকে আবার পুরোনো ফর্মে পাওয়া যাবে কিনা তা নিয়েই নিজের বক্তব্য জানালেন শাহিদ আফ্রিদি।এবারের আইপিএলে বিরাট কোহলির মতো ক্রিকেটার মাত্র একটি অর্ধশতরান করতে পেরেছিলেন। একইসঙ্গে পরপর তিন ম্যাচে শূন্য করার রেকর্ডও গড়েছিলেন তিনি। সময় যত এগোচ্ছে তাঁর ফর্ম নিয়ে সকলের সুর চড়া হতে শুরু করেছে। সম্প্রতি ইংল্যান্ড সফরেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। টেস্ট থকে টি টোয়েন্টি কোনও জায়গাতেই রানের মুখ দেখতে পাননি তিনি। আর এই বিষয়টা যে ভারতীয় দলের কাছে যথেষ্ট ভাবনার তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াতেই নানান প্রশ্নের উত্তের দিয়েছেন শাহিদ আফ্রিদি। তিনি জানিয়েছেন, বিরাট কোহলির ভবিষ্যত তাঁর নিজের হাতেই রয়েছে। খারাপ সময়েই একজন বড় ক্রিকেটারকে সঠিকভাবে বোঝা সম্ভব।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে মাত্র ১৬ ও ১৭ রান করতে করতে পেরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুধুমাত্র তাই নয়, টেস্টেও বিরাট কোহলির দুই ইনিংস মিলিয়ে রান ছিল মাত্র ৩১। ইংল্যান্ডের মাটিতে প্রস্তুতি ম্যাচেই পেয়েছিলেন একমাত্র অর্ধশতরানটা। ইংল্যান্ড সফরের পরই বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি।