এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপে ইডেনের বিভিন্ন ম্যাচে টিকিটের দাম বিভিন্ন রকমের হতে চলেছে। সোমবার ইডেনে সিএবির এপেক্স কমিটির বৈঠকের পর তা জানালেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়।
বাংলাদেশ এবং বাছাইপর্ব থেকে উঠে আসা দলের ম্যাচঃ
আপার টায়ার ৬৫০ টাকা
ডি ও এইচ ব্লক ১০০০ টাকা
বি সি কে এল ব্লক ১৫০০ টাকা
পাকিস্তান বনাম বাংলাদেশ এবং পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচঃ
আপার টায়ার ৮০০ টাকা
ডি ও এইচ ব্লক ১২০০ টাকা
বি ও এল ব্লক ২২০০ টাকা
সি ও কে ব্লক ২০০০ টাকা
ভারত বনাম সাউথ আফ্রিকা এবং সেমিফাইনাল:
আপার টায়ার ৯০০ টাকা
ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা
বি ও এল ব্লক ৩ হাজার টাকা
সি ও কে ব্লক ২৫০০ টাকা।