স্থানীয়

শ্বশুরের উদ্যোগে বিধবা বৌমার পুনর্বিবাহ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দেখানো পথে বিধবা বিবাহের প্রচলনে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার পুলকার চালক নকুল ঘাটি। নিজের মেয়ের মতো সম্প্রদান করলেন বৌমাকে। বিয়ের অনুষ্ঠানে বসল নহবত, বাজল সানাই। ফুলের তোরণে সেজে উঠল ঘাটি পরিবারের উঠোন। অগ্নিসাক্ষী করে ‘যদিদং হৃদয় তব, তদিং হৃদয়ং মম’ মন্ত্রোচ্চারণ, সিঁদুরদান, মালাবদল, উলুধ্বনিতে মুখরিত হল ছাদনাতলা। বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠানের পর সোমবার সন্ধ্যায় বর কনেকে বরণ করে নেওয়ার জন্য সুতাহাটার অনন্তপুরে বসল ‘রিসেপশনের’ আসর।

উদ্যোগী শ্বশুর ৷ নিজস্ব চিত্র

বিজ্ঞান মনস্ক নকুলবাবু অবশ্য এইদিন কোভিডের বিধি-নিষেধ মেনেই অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং অতিথিরা নব দম্পতিকে আশীর্বাদের পর খাওয়া দাওয়া করলেন রীতিমত কব্জি ডুবিয়ে। প্রত্যন্ত গ্রামের মধ্যে সমস্ত সামাজিক সংস্কার ভেঙে এমন সাড়ম্বরে বিধবা বিবাহের আয়োজন প্রশংসা কুড়িয়েছে। গ্রামের দরিদ্র পুলকার চালকের আধুনিক মনস্কতায় গর্বিত প্রতিবেশীরাও।

আরও পড়ুনঃ হাসপাতালের নিয়ম পরিবর্তন, ডায়ালাইসিস করতে আসা রোগীরা বিপাকে