ক্রীড়া

৪ মার্চ শুরু মহিলা আইপিএল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ঘোষণাটা আগেই হয়ে গিয়েছিল। সেই থেকেই মহিলাদের আইপিএল নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। অবশেষে কবে থেকে মহিলাদের আইপিএল শুরু হতে চলেছে সেই দিনও ঘোষণা করে দিল বিসিসিআই। আগামী ৪ মার্চ থেকেই শুরু হতে চলেছে প্রথম মহিলাদের আইপিএল।

সপ্তাহের প্রথম দিনই সেই সিদ্ধান্ত ঘোষণা করে দিল বিসিসিআই। আগামী ১৩ ফেব্রুয়ারীই হতে চলেছে মহিলাদের আইপিএলের নিলাম। সময় যত এগিয়ে আসছে ততই যেন মহিলাদের আইপিএল নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

আগামী ৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হবে মহিলাদের আইপিএল। ইতিমধ্যেই মহিলাদের আইপিএলের জন্য ফ্র্যাঞ্চাইদেরও নাম ঘোষণা হয়ে গিয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের আইপিএলেও যে জৌলুসে কোনও খামতি নেই তা বলাই বাহুল্য। তবে পুরুষদের আইপিএলের মতো প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য আলাদা আলাদা কোনও মাঠ নেই। অন্তত মহিলাদের আইপিএলের প্রথম মরসুম মুম্বইয়েই দুটো স্টেডিয়ামে হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং ব্রেবোর্ণ স্টেডিয়ামেই হবে এবারের মহিলাদের আইপিএল।

শুরুর আগেই ইতিহাস! রেকর্ড দামে বিক্রি মহিলা আইপিএলের মিডিয়া রাইটস – NF Bangla Private Limited (newsfrontbangla.com)