মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে মৃত ১, আহত ৭
এনএফবি, মুর্শিদাবাদঃ
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে মৃত এক আহত একাধিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঘোষপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায় এ দিন পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সাইফুল শেখ ও পাইলট শেখের সঙ্গে বচসা বাধে। ফলে দুই পরিবারের লোকজন জড়ো হলে শুরু হয় ধারালো অস্ত্র নিয়ে মারপিট। এই ঘটনায় দুই পক্ষের ৭ জন গুরুতর জখম হন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

সেখানে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম পাইলট শেখ (২৮)। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Pingback: দোষীদের শাস্তির দাবিতে দেহ রাস্তায় রেখে বিক্ষোভ - NF Bangla Private Limited