ক্রীড়া

[:en]ব্রড-এর ‘খারাপ’-এর বিরুদ্ধে আইসিসিতে আবেদন বিসিসিআইয়ের[:]

[:en]

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ইন্দোর টেস্টের পর সেই পিচকে ‘খারাপ’ রেটিং দিয়েছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। মঙ্গলবার সেই রেটিং-এর বিরুদ্ধে আইসিসি-তে আবেদন করল বিসিসিআই।

ম্যাচ রেফারিরা পিচকে মূলত ছ’ভাগে ভাগ করেন -খুব ভালো, ভালো, মাঝারি মানের, মাঝারির থেকে নিম্নমানের, খারাপ এবং খেলার অযোগ্য। এর মধ্যে শেষ তিনটির যে কোনও একটির আওতাভুক্ত হলে ‘ডিমেরিট পয়েন্ট’ দেওয়া হয়। সেভাবেই তিনটি ‘ডিমেরিট পয়েন্ট’ পেয়েছিল ইন্দোরের ২২ গজ। যার বৈধতা পাঁচ বছর। এই পাঁচ বছরের মধ্যে যদি ইন্দোর আরও দু’টি ‘ডিমেরিট পয়েন্ট’ পায় তাহলে এক বছর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না তারা।

উল্লেখ্য, সম্প্রতি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচেও রেফারির ভূমিকায় ছিলেন ব্রড। সেই পিচকেও ‘খারাপ’ তকমা দিয়েছিলেন তিনি। আইসিসি-র কাছে সেই রায়ের বিরুদ্ধে আবেদন করে জয়ী হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

[:]