ক্রীড়া

কার পরামর্শে দ্রাবিড়কে কোচ করেন, জানালেন সৌরভ

অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ

বিসিসিআই সভাপতি তথা রাহুল দ্রাবিড়ের বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভোটেই ভারতের কোচ হন রাহুল। কেন দ্রাবিড়কে কোচ করা হল তা নিয়ে মজার তথ্য দিলেন সৌরভ নিজে।

এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “রাহুলকে কোচ হিসেবে নিয়োগ করার আগে তার কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন রাহুল দ্রাবিড়ের পুত্র। সেখানে তিনি বাবা সম্পর্কে অভিযোগ করে বলেন, আমার বাবা খুব কড়া। তাই তাঁকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া উচিত। সৌরভ মজা করে বলেছেন, তারপর সিদ্ধান্ত নিই রাহুলকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ করা হবে। সৌরভের মজা করে বলা এই বক্তব্যের মধ্যেও একটি অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে। আসলে যা সৌরভ বোঝাতে চেয়েছেন, তা হল, রাহুল দ্রাবিড়ের এই কড়া শৃঙ্খলা বোধ এবং অনুশাসন-এটিই এই মুহূর্তে ভারতীয় দলের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিছুটা দিকভ্রষ্ট ভারতীয় দলকে রাহুল দ্রাবিড়ের মতো কোচই দিশা দেখাতে পারেন। ২০২৩ সাল অবধি বিরাটদের কোচ থাকবেন জ্যামি।